আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো পড়ে থাকেন তারা অবশ্যই জানেন ডিজিটাল মার্কেটিং কি এবং এর উপকারীতা কি? আর যারা এখনো জানেন না তারা Digital wit এর ব্লগ সেকশনটি পড়ে আসুন। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর সকল বিষয় নিয়ে আলোচনা করেছি এবং প্রতিনিয়ত নতুন নতুন টিপস এন্ড ট্রিকস শেয়ার করি।
২০২৩ সালের এই তথ্য প্রযুক্তির যুগে এসে আমাদের দৈনন্দিন জীবন যাপন এবং ব্যবসা বানিজ্যে এসেছে প্রযুক্তির ছোয়া। বর্তমানে সারাবিশ্বে বাণিজ্যিক খাতে এসেছে ব্যাপক পরিবর্তন, হয়েছে আধুনিকায়ন। এখন খুব সহজেই কম খরচে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।
Ready for social media success? Contact us today and let’s make it happen!
কোন ব্যবসা গ্রাহকদের কাছে প্রতিষ্ঠিত হয় প্রচার এবং গুনগত মানের উপর । ব্যবসার গুনগত মান যতটা জরুরী ঠিক তেমনই ব্যবসার প্রচার করাটাও অনেক জরুরি। কথায় আছে “প্রচারেই প্রসার”।
এখন কথা হল কিভাবে ব্যবসার প্রচার করব?
আগে ব্যবসায়ীরা মাইকিং, পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি মাধ্যমে ব্যবসার মার্কেটিং করত। এখানে ভালো ফলও পেত কিন্তু খরচের পরিমাণ ছিল অধিক এবং গ্রাহকের কোন রেকর্ড থাকত না। অর্থাৎ প্রতিবার নতুন করে প্রচারণা শুরু করতে হত এবং সেখানে কোন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে উদ্দেশ্য করা যেত না। যেমন :- কোন ব্যক্তির ভালো সয়াবিন তেল লাগবে, তার কাছে সরিষার তেলের বিজ্ঞাপন নিয়ে যাওয়া। যার ফলে অধিক টাকা খরচ করেও সঠিক গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌছানো যেত না।
আর এই সমস্যার সমাধান নিয়ে এসেছে “ডিজিটাল মার্কেটিং“। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে সঠিক কাস্টমারের কাছে পণ্যের বিজ্ঞাপন প্রচার করা যায়। যেমন ধরুন আপনি সয়াবিন তেলের বিজ্ঞাপন দিয়েছেন ফেসবুকে, এখন যে ব্যাক্তি সয়াবিন তেল লিখে ফেসবুকে সার্চ করবে তার কাছেই শুধু আপনার বিজ্ঞাপনটি যাবে। সেই সাথে ঐ কাস্টমারের ডেটা আপনার কাছে সেইভ থাকবে যা কিনা পরবর্তী বিজ্ঞাপন দেওয়ার সময় আপনার কাজে লাগবে।
এভাবে আপনি আপনার বিজ্ঞাপন থেকে আসা কাস্টমারদের রিটার্গেট করে পরবর্তীতে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন
ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার চাহিদা মত বিজ্ঞাপন খরচ ও সময় নির্দিষ্ট করতে পারবেন। আপনি চাইলে ১০ ডলার এর বিজ্ঞাপন দিতে পারবেন, আবার হাজার ডলারও দিতে পারবেন।
বর্তমান সময়ে মানুষ সবথেকে বেশি সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে৷ যায় ফলে টেলিভিশন বা পত্র পত্রিকার ব্যবহার অনেকটা কমে গিয়েছে। একটু পর পরই মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এখন যেন সবারই একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং এর ব্যপকতা বেড়ে চলছে।
এই সময়ে সারাবিশ্বে সাড়াজাগানো মার্কেটিং মাধ্যমকে আমরা ডিজিটাল মার্কেটিং নামে চিনি। ছোট বড় প্রায় সকল ব্যাবসায় প্রতিষ্ঠান তারা অনলাইন ভুক্ত হয়েছে এবং বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে তাদের মার্কেটিং পরিচালনা করছে। আমাদের দেশেও এর ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। আবার এই সার্ভিসকে ঘিরে গড়ে উঠছে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে অবস্থিত সেরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো নিয়ে আলাদা আলাদা ব্লগ প্রকাশ করেছি। সেখানে কোন বিভাগে কোন এজেন্সি ভালো সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমাদের এই ধারাবাহিক ব্লগে আজ আমরা আলোচনা করব রংপুরের সেরা কয়েকটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে।
আমরা প্রথমে এজেন্সিগুলোর সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে এবং ব্লগের শেষে যাচাই করব (best digital marketing agency rangpur) রংপুরের সেরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোনটি।
1. Inovate Digital
ইনোভেট ডিজিটাল রংপুরে অবস্থিত একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারা বেশ কিছুদিন ধরে সার্ভিস দিয়ে আসছেন। ইতিমধ্যে তারা অনেক গুলো প্রোজেক্ট শেষ করেছে এবং তাদের কাস্টমার রিভিউও বেশ ভালো। তাদের ১৩ সদস্য বিশিষ্ট একটি দক্ষ টীম রয়েছে। রংপুরের 4টি সেরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি (best 4 digital marketing agency rangpur0 গুলোর মধ্যে এটি অন্যতম বলা যায়।
সার্ভিস সমূহঃ
- Social media marketing
- Web design
- Website Development
- ওয়েবসাইট :- https://inovate.digital/
- সিইও:- জয়ন্ত চৌধুরী
- ঠিকানা :- জাবালে রহমত (৪র্থ তলা) ৪ তালা মোড়, রংপুর বাংলাদেশ ৫৪০০
- ইমেইল:- inovatedigitalbd@gmail.com
- মোবাইল:- 01886573320
2. Digital Crowd IT
রংপুরে খুব বেশি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেই। যতগুলো আছে তাদের মধ্যে একটি ডিজিটাল ক্রাউড আইটি। এরা সীমিত সময় ধরে মার্কেটে সার্ভিস দিয়ে চলছে। এদের খুব বেশি বড় টীম নেই। তবে তাদের কাজেও ঘাটতি নেই। তারা দেশি বিদেশি অনেক গুলো প্রোজেক্ট এর সাথে কাজ করেছে। সেই সাথে তাদের ক্লায়েন্ট রিভিউও ভালোই আছে।
সার্ভিস সমূহঃ
- Social media marketing
- Search engine optimization
- Web design
- Website Development
- Graphic Design
- ওয়েবসাইট :- https://digitalcrowdit.com/
- সিইও:- রাসেল হোসেন
- ঠিকানা :- রোকেয়া কলেজ রোড, রংপুর
- ইমেইল:- contract@digitalcrowdit.com
- মোবাইল:- 01780-462696
3. Digital Wit
বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং জগতে Digital Wit একটি পরিচিত নাম । ময়মনসিংহ সহ বাংলাদেশের সকল প্রান্তে তারা ৩৬০ডিগ্রী ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে আসছে। ডিজিটাল মার্কেটিং এর প্রায় সকল ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে। তাদের রয়েছে অভিজ্ঞ এক্সপার্ট টীম। তাদের ওয়েবসাইটে যোগাযোগ করলে তারা প্রথমে আপনাকে ফ্রিতে আপনার ব্যাবসার মার্কেটিং নিয়ে কনসালটেন্সি দিবে।
শুধুমাত্র দেশে নয় সারাবিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে তারা কাজ করেছে। এই এজেন্সির একটি বিশেষ গুন হচ্ছে তারা মার্কেটিং প্রক্রিয়া শুরু করার পূর্বে খুব গভীর ভাবে মার্কেট এনালাইসিস করে একটি রিপোর্ট তৈরি করে। আর এই রিপোর্টের উপর নির্ভর করে তারা তাদের মার্কেটিং কার্যক্রম শুরু করে।
Ready to Soar? Contact us now to supercharge your online presence!
4. Highlander
হাইল্যান্ডার ইন্টারনেট মার্কেটিং খুব সল্প সময় ধরে বাজারে এসেছে। তারা বেশ কয়েকটি ক্লায়েন্টের সাথে কাজ করেছে। তাদের দক্ষ টীম রয়েছে। রংপুরে যেহেতু খুব বেশি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেই সেহেতু এরা সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছে।
সার্ভিস সমূহঃ
- Search Engine Optimisation
- Social Media Marketing
- Website Development
- Many more
- ওয়েবসাইট: https://www.highlanderinternetmarketing.com/
- সিইও: আমিমুল হাসান
- মোবাইল: 01797-703653
- ঠিকানা: রংপুর সদর, রংপুর
পরিশেষে
আমরা উপরে ৪টি এজেন্সির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। এখন আমরা জানব কোনটি সেরা। আমরা উপরের এজেন্সিগুলোর ওয়েবসাইট যাচাই বাছাই করে দেখতে পেয়েছি, Digital Wit এবং Inovate Digital রংপুরের মধ্যে সেরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
ডিজিটাল উইট দেশে সহ বিদেশের বড় বড় ক্লায়েন্টদের সাথে কাজ করেছে। তারা ফ্রীতে বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকে। তাদের ওয়েবসাইট ভালোভাবে যাচাই করলে তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়। অন্যদিকে Inovate Digital মোটামুটি ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।