ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায় গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা ।
ফেসবুক বর্তমান সময়ের একটি জনপ্রিয় স্যোশাল মিডিয়া প্লাটফর্ম।বর্তমানে যা কিনা একটি ডিজিটাল বিজনেস প্লাটফর্মে পরিনত হয়েছে । বর্তমান মার্কেটে যারা ব্যবসা করছে তাদের সকলেরই ফেসবুকে একটি বিজনেস পেইজ আছে তার নিজস্ব প্রতিষ্ঠানের নামে ।
সকলেই তাদের পেইজের মাধ্যমে পণ্য বেচাকেনা করে । এখন কেউ কোনো পেজের থেকে কিছু কেনার আগে প্রথমে ঐ প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে ভিজিট করে তাদের সম্পর্কে ধারনা নেয়। ফেসবুকে লাইক কত, কাস্টমার রিভিউ কেমন এসব দেখে তাদের সার্ভিস সম্পর্কে ধারণা নেয়। তারপর তাদের থেকে সার্ভিস বা পণ্য ক্রয় করে ।
এখন আপনার পেইজ আছে কিন্তু সেখানে কোন এনগেজমেন্ট নেই । আপনার পেইজের লাইক কম । এরকম হলে কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট হবে না এবং আপনিও আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পোঁছাতে পারবেন না।
সেজন্য আপনাকে প্রথমে আপনার পেইজের এনগেজমেন্ট বাড়াতে হবে । নিচে আমরা (Digital Wit) আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায় গুলোর মধ্যে ১১টি টিপস শেয়ার করেছি যা কিনা আপনার ফেসবুক পেইজের এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে।
ফেসবুক পেইজ অপ্টিমাইজেশন (Facebook Page Optimization)
ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু এটার সঠিক নিয়মটা হয়তবা আমরা অনেকেই জানি না। পেইজ খোলার সাথে সাথে সেটা ভালোভাবে অপ্টিমাইজেশন করাটাও খুব জরুরী। পেইজ অপ্টিমাইজেশন সঠিক ভাবে না হলে আপনার পেইজটি দেখতে যেমন বাজে দেখাবে তেমন আপনার কাস্টমারও আপনাকে খুঁজে পাবে না।
আপনার পেইজের অপ্টিমাজেশনের উপর আপনার ব্যবসার কোয়ালিটি এবং এনগেজমেন্ট নির্ভর করে । পেইজ অপ্টিমাইজেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করা হলঃ
- ফেসবুক ওপেনঃ প্রথমে একটি ফেসবুক প্রোফাইল ওপেন করতে হবে আপনার বা আপনার প্রতিষ্ঠানের নামে। আপনার ফেসবুক আইডির নাম এবং বিস্তারিত দিয়ে ফেসবুক প্রোফাইল সাজানো পর আপনাকে আপনার প্রোফাইল থেকে একটি পেইজ খুলতে হবে।
- ফেসবুক পেইজের নামঃ নতুন ব্যবসার ক্ষেত্রে আপনাকে আপনার পেইজের নামটি ইউনিক রাখতে হবে ,পূর্বে ঐ নামে কেউ কোন পেইজ খুলেছে কিনা সেটা যাচাই করতে হবে। অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সেটা যাচাই করতে পারবেন । আর যদি আগে থেকেই আপনার কোন প্রতিষ্ঠিত কোন ব্রান্ড থাকে তাহলে সেই নাম ব্যবহার করবেন এবং পেইজের ইউসারনেম (username) ক্রিয়েট করবেন।
- পেইজের লোগোঃ আপনার পেইজের লোগটি ফেসবুক এর সুপারিশকৃত সাইজ অনুযায়ী তৈরি করতে হবে এবং মোবাইল ও ডেস্কটপ থেকে দেখে নিশ্চিত হতে হবে সেটা ঠিক আছে কিনা। কারন আপনার লোগোই আপনার ব্যবসার পরিচয় ধরে রাখবে।
- ফেসবুক কভার ফটোঃ আপনার পেইজের কভার পিকচারটি আকর্ষণীয় এবং তথ্যবহুল হতে হবে । যাতে কিনা প্রথম দেখাতেই কাস্টমার আপনার সার্ভিস বা প্রডাক্ট সম্পর্কে জানতে পারবে।
- ফেসবুক বায়োঃ এটা সবথেকে জরুরী । আপনার পেইজের বায়ো সেকশনে আপনার ব্যবসা সম্পর্কে সবকিছু লিখতে হবে। সেখানে আপনার ব্যবসার সম্পূর্ণ তথ্য দিতে হবে যেমনঃ ব্যবসা শুরুর ইতিহাস, সার্ভিস বা পণ্য, ব্যবসার প্রাইভেসি পলিসি ,কন্টাক্ট ইনফরমেশন ইত্যাদি। একটি সেরা ফেসবুক বায়ো আপনার পেইজের মান বাড়াবে শতগুণ।
- অন্যান্য ইনফরমেশনঃ উপরের তথ্য ছাড়াও আপনার ব্যবসার লোকেশন, ব্যবসার সময় ,কন্টাক্ট ইনফরমেশন ইত্যাদি সঠিক ভাবে দিতে হবে। যাতে সহজেই কাস্টমার এসেই খুব সহজে আপনার সম্পর্কে সকল তথ্য পেতে পারে।
ফেসবুক পোস্ট করার সময় নির্ধারন
আপনাকে আপনার পেইজটি নিয়ে এনালাইসিস করতে হবে । আপনাকে বের করতে হবে যে ,কখন আপনার কাস্টমার বা ফলোয়ার অনলাইনে বেশি এক্টিভ থাকে । আপনার পেইজের ফলোয়ারেরা যেই সময়ে বেশি এক্টিভ থাকে ঠিক তখনই আপনি পোস্ট করবেন। এতে করে আপনার পেইজের এনগেজমেন্ট বাড়বে। ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায় গুলোর মধ্যে এটি অন্যতম।
নিয়মিত পোস্ট করতে হবেঃ আপনাকে নিয়মিত একটি নির্দিষ্ট সংখ্যক পোস্ট করতে হবে। আপনাকে engagement interactive posts এবং ফানি স্ট্যাটাস শেয়ার করতে হবে ফেসবুক পোস্ট এ। বিভিন্ন স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস পোস্ট করতে হবে।
কন্টেন্ট ভেরিয়েশন
সবসময় একধরনের ফেসবুক স্ট্যাটাস বা কন্টেন্ট শেয়ার করলে আপনার ফলোয়ার বা কাস্টমাররা বিরক্ত হয়ে যাবে। বিভিন্ন স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে কাস্টমারদের আকর্ষিত করতে হবে। এরকম কয়েকটি আইডিয়া নিচে দেওয়া হলঃ
- Tutorial video : আপনার পণ্যের ব্যবহার নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও বানিয়ে শেয়ার করবেন।
- Daily tips : প্রতিদিন কিছু না কিছু বিভিন্ন টিপস শেয়ার শেয়ার করবেন । সেটা হতে পারে আপনার সার্ভিস বা পণ্য সম্পর্কিত অথবা অন্য কিছু নিয়ে । ফেসবুক ব্যবহারকারীরা এসকল টিপস অনেক পছন্দ করে ।
- পোস্ট টাইমিং: ফেসবুক এ এনগেজমেন্ট বাড়ানোর এবং আপনার অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ tricks হলো daily নির্দিষ্ট সময়ে পোস্ট করা। এতে আপনার ফলোয়াররা আপনার পোস্ট এ রিচ করবে বেশি।
- Question and answer : আপনার ফেসবুক পেইজে বিভিন্ন মজাদার টপিকস নিয়ে ফলোয়ারদের উদ্যেশ্যে প্রশ্ন (funny questions) করে পেইজে পোস্ট করবেন । সেখানে দেখবেন ফলোয়াররা আগ্রহ নিয়ে আনন্দের সাথে কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে ,আবার কেউ সেটা শেয়ার করছে । ফেসবুকে মজার প্রশ্ন (facebook funny questions) এবং তার উত্তর দেওয়ার মাধ্যমে পেইজের এনগেজমেন্ট অনেক বৃদ্ধি পায়।
- Poll: বিভিন্ন টপিকস নিয়ে পোল (Poll) ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে আপনার ব্যবসার সার্ভিস বা অন্য যেকনো বিষয় নিয়ে।
- Videos : ফলোয়াররা সবথেকে বেশি আকৃষ্ট হয় ভিডিও পোস্টে। আপনার পণ্য বা সার্ভিস নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে পোস্ট করবেন ।
- ফানি স্ট্যাটাস / Meme : হাসি মজা সবাই পছন্দ করে । মাঝে মাঝে ফানি স্ট্যাটাস / Meme শেয়ার করতে হবে।
- Quotes: ফেসবুকে Quotes বা উক্তির একটা বিশাল চাহিদা রয়েছে । সকলেই বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের Quotes বা উক্তি পড়তে পছন্দ করে।
মূলত আপনার ফলোয়ারদের আপনার পেইজ নিয়ে ব্যস্ত রাখবে এই সকল টিপস। আর যত বেশি রিচ হবে তত বেশি এনগেজমেন্ট বাড়বে। আর ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায় এগুলোই।
জনপ্রিয় ও ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করুন
মানুষ সবসময় ট্রেন্ডিং টপিকস নিয়ে আলোচনা করতে পছন্দ করে । যার ব্যাপক চাহিদা রয়েছে ফেসবুকে। আপনাকে বিভিন্ন ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে হবে । এতে করে একটা বড় সুবিধা হল ,যখন কেউ কোন ট্রেন্ডিং টপিকস নিয়ে ফেসবুকে সার্চ করবে তখন আপনার পেইজটি তাদের কাছে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে । যা কিনা আপনার ফেসবুক পেইজের এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে।
Hashtag (#) ব্যবহার করুন
হ্যাসট্যাগ Hashtag (#) আপনার পেইজকে কাস্টমারের কাছে পৌছাতে অনেক সহযগিতা করে।
ফেসবুক পোস্ট এর মাপ
পোস্টের মাপ ছোট করতে হবে। ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ছোট করে দিতে হবে যাতে করে অল্প কথাতেই আপনার পোস্টটি আপনার ফলোয়ার বুঝতে পারে। যাকে স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বলা হয়।
ইন্সট্যান্ট রিপ্লাই
কাস্টমারের কমেন্ট এবং মেসেজের ইন্সট্যান্ট রিপ্লাই দিতে হবে হবে। কাস্টমারের মেসেজ বা কমেন্টের রিপ্লাই দিতে দেরি হলে কাস্টমার আপনার সার্ভিস নেওয়ার আগ্রহ হারাবে এবং বিরক্ত হবে।
ফেসবুক গ্রুপ করা
আপনার ফেসবুক পেইজের নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। এটা খুবই জরুরী। আপনার ফেসবুক পেইজের পাশাপাশি গ্রুপেও নিয়মিত পোস্ট করতে হবে।
ফেসবুক স্টাোরি এবং রিল
সম্প্রতি ফেসবুক স্টোরি ও রিলের ব্যাপক জনপ্রিয়তা দেখা যায় । সেই সাথে রিলের মাধমে ফেসবুক ব্যাপক অরগানিক রিচ দিচ্ছে । যার ফলে আপনি ফ্রিতে আপনার পেইজের এনগেজমএন্ট বাড়াতে পারবেন।এটি একটি অন্যতম ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায়।
ফেসবুক লাইভ
ফেসবুকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা পণ্যের সম্পর্কে জানাতে পারবেন। এতে করে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটি বিশ্বাস তৈরি হয় কাস্টমারের মনে।
পরিশেষে
ফেসবুক পেইজের প্রাণ হচ্ছে কাস্টমার এনগেজমেন্ট। যেই পেইজে এনগেজমেন্ট কম সেই পেইজ থেকে প্রফিটও কম। আপনি আপনার পেইজে যত মানুষ ভিজিট করবে তত আপনার পরিচিতি বাড়াবে এবং ব্যবসার সেল বৃদ্ধি পাবে।
এজন্য আপনাকে আপনার ফেসবুক পেইজের এনগেজমেন্ট বাড়ানোর দিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। আমরা (Digital Wit) আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানোর সেরা উপায় গুলো। আপনারা এইসকল কৌশল অবলম্বন করে উপকৃত হয়েছেন কিনা সেটা কমেন্ট করে আমাদের জানাবেন।
ফেসবুক এনগেজমেন্ট কি?
ফেসবুকের যেকোনো পোস্ট এ ভিউস, লাইক, শেয়ার, কমেন্ট করাকে এক কথায় ফেসবুক এনগেজমেন্ট বলে। আপনি যদি ২ বার একই পোস্ট ভিউ বা রিচ করেন তবে এর ইম্প্রেশন হবে ১। এটাই হচ্ছে এনগেজমেন্ট।
ফেসবুক পেজ কি?
ফেসবুক পেজ হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যা অনেক ফেসবুক আইডির কাজ একসাথে করতে পারে। আপনি যদি নিজে একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী অথবা নিজের কোনো নিজস্ব পরিচয় তৈরি করতে চান তাহলে এটি সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
ফেসবুক গ্রুপ কি?
অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট একত্রে যে community গঠন করার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে বা নিজেদের opinion share করে তাই হলো ফেসবুক গ্রুপ।
অরগানিক রিচ কি?
ফেসবুক গ্রুপ বা পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্যে অরগানিক উপায়ে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই অরগানিক রিচ বলে। আর এই পদ্ধতি সম্পূর্ণ বিনা খরচে করা হয়। সাধারণত ব্যবসায়ীরা এই পদ্ধতি অনুসরণ করে থাকেন।